অ্যাপসে মিললো ফেলে যাওয়া ব্যাগ

১৫ জুন, ২০২২ ০৭:৪০  
গাড়িতে ভুলে ফেলে যাওয়া ব্যাগ পুলিশের সহায়তায় ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে ফেরত পেয়েছেন চট্টগ্রামের বাসিন্দা জোহরা বেগম (৫৫) নামের এক যাত্রী। ব্যাগটিতে মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকায় গত সোমবার (১৩ জুন) সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় ভুলবশত ব্যাগটি ফেলে যান ওই নারী। পরে চকবাজার থানা পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে অটোরিকশাটি শনাক্ত এবং ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস ব্যবহার করে গাড়ির চালক ও মালিককে ডেকে এনে ব্যাগটি উদ্ধার করে। মঙ্গলবার (১৪ জুন) রাতে ওই নারীর হাতে ব্যাগটি তুলে দেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। জানা যায়, সোমবার জেলার সাতকানিয়া থেকে জোহরা বেগম ও তার মেয়ের জামাই মো. মিনহাজ উদ্দীন (২৮) ডাক্তার দেখাতে শহরে আসে। সন্ধ্যায় পাঁচলাইশের শেভরন ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট তুলে সেগুলো ডাক্তারকে দেখাতে মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছার পর তারা টের পান, তাদের সঙ্গে থাকা মূল্যবান কাগজপত্র ও একটি মোবাইল ফোনসহ ব্যাগটি সিএনজি অটোরিকশায় ফেলে এসেছেন। পরক্ষণেই সেখানে গেলেও অটোরিকশাটিকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর থানা পুলিশ ম্যাক্স হাসপাতাল ও আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ওই অটোরিকশার নম্বর শনাক্ত করে। পরে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডাটাবেজ থেকে গাড়ির মালিক ও চালকের তথ্য সংগ্রহ করে হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি ফেরদৌস জাহান। তিনি বলেন, নগরীর সিএনজি অটোরিকশাগুলো বিআরটিএ থেকে নিবন্ধিত হলেও কোনো ঘটনায় চালক বা মালিককে চিহ্নিত করা কঠিন। এক্ষেত্রে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস থেকে কাজটি করা গেছে। উদ্ধার করা ব্যাগটি ওই নারীকে ফেরত দেওয়া হয়েছে।